Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সুন্দরপুর গ্রাম উন্নয়ন আদর্শ বহুমুখী স.স.লিঃ

সমিতির তথ্যঃ

০১।

সমবায় সমিতির নাম ও ঠিকানাঃ

 

 

 

সুন্দরপুর গ্রাম উন্নয়ন আদর্শ বহুমুখী সমবায় সমিতি লিঃ।

গ্রামঃ সুন্দরপুর, পোঃ সুন্দরপুর,

উপজেলাঃ মহেশপুর, জেলাঃ ঝিনাইদহ।

০২।

নিবন্ধন নং ও তারিখঃ

 

১৩১/ঝি, তারিখঃ ২৮.০১.১৯৯৭ খ্রিঃ।

০৩।

সমিতির সদস্য সংখ্যা

    ক) পুরম্নষঃ

    খ) মহিলাঃ

    গ) মোটঃ

 

 

 

 

 ২৯ জন।

 ১৭ জন।

 ৪৭ জন।

০৪।

সমিতি অন্য কোন সমিতির সদস্য হলে তার নামঃ

 

প্রযোজ্য নহে।

০৫।

অংশগত মূলধনঃ

 

.৪৮ (লক্ষ টাকায়)

০৬।

সঞ্চয় আমানতঃ

 

৭.৫০ (লক্ষ টাকায়)

০৭।

সংরক্ষিত ও অন্যান্য তহবিলঃ

 

০.৩০ (লক্ষ টাকায়)

০৮।

কার্যকরী মূলধনঃ

 

৮.৮৭ (লক্ষ টাকায়)

০৯।

ঋণ কার্যক্রম

    ক) ঋণ দাদন

    খ) ঋণ আদায়ঃঃ

 

 

 

 

১৫.০ (লক্ষ টাকায়)

২০.৯৮ (লক্ষ টাকায়)

১০।

সম্পদ

    ক) স্থাবর

    খ) অস্থাবরঃঃ

 

 

 

 

০.৮ (লক্ষ টাকায়)

৬.৩৮ (লক্ষ টাকায়)

১১।

২০২০-২১ অর্থ বছরে নীটলাভঃ

 

.৩৭ (লক্ষ টাকায়)

১২।

চলতি বছরের বিতরণকৃত লভ্যাংশঃ

 

.১৮ (লক্ষ টাকায়)

১৩।

সমিতি গঠণের উদ্দেশ্যঃ

 

সদস্যদের শেয়ার সঞ্চয় সংগ্রহ করে নিজেদের মধ্যে ক্ষুদ্র ঋণ/পণ্য ঋণ/দ্রব্য ঋণ কার্যক্রমের মাধ্যমে সদস্যদের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করা।

১৪।

সমিতির মাধ্যমে সদস্যগণ কিভাবে উপকৃত হচ্ছেঃ

 

ক) শেয়ার-সঞ্চয় সংগ্রহ করে নিজেদের মূলধন সৃষ্টি করছে।

খ) সমিতির মাধ্যমে ঋণ নিয়ে পশুপালন করছে।

গ) সমিতির মাধ্যমে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ পাচ্ছে।

ঘ) ক্ষুদ্র ঋণ সহায়তার মাধমে নিজেদের অর্থনৈতিক অবস্থার 

    পরিবর্তন ঘটাচ্ছে।

ঙ) সমিতির মাধ্যমে ঋণ নিয়ে বেকার সমস্যার সমাধান হচ্ছে।

চ) সমিতির মাধ্যমে জমি লিজ নিয়ে চাষাবাদ করছে।

ছ) সমিতির মাধ্যমে গ্রাম জরিপের কাজে সদস্যহণ অংশগ্রহণ করছে।

জ) প্রশিক্ষণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

ঝ) সমিতির সদস্যগণ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করছে।

ঞ) সরকারী বিভিন্ন উন্নয়নমূলক কাজে সমিতির সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে।