অফিস আদেশ
মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় সুশাসন ও সংস্কারমূলক অংশে সমবায় দপ্তর, মহেশপুর, ঝিনাদহ এর ই গভর্ন্যাস/উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নের নিমিত্ত নিম্নব বর্ণিত কর্মকর্তাগণের সমন্বয়ে কমিটি গঠন করা হলো।
ক্রমিক নং |
কর্মকর্তার নাম ও পদবী |
উদ্ভাবন কমিটিতে পদবী |
১ |
২ |
৩ |
০১ |
জনাব শ.ম.রাশিদুল আলম উপজেলা সমবায় অফিসার, মহেশপুর, ঝিনাইদহ। |
আহবায়ক |
০২ |
জনাব মোঃ রবিউল ইসলাম, সহকারী পরিদর্শক উপজেলা সমবায় দপ্তর, মহেশপুর, ঝিনাইদহ। |
সদস্য |
০৩ |
জনাব মোঃ জামির হোসেন, সহকারী পরিদর্শক উপজেলা সমবায় দপ্তর, মহেশপুর, ঝিনাইদহ। |
সদস্য সচিব ও ফোকাল পয়েন্ট |
কমিটির কার্যপরিধি:
১। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ২০২৩-২০২৪ অর্থ বছরের ই-গভর্ন্যান্স/উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবেন;
২। উক্ত কমিটির ফোকাল পয়েন্ট প্রতি ত্রৈমাসিক/ষান্নাষিক/বার্ষিক বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন ও প্রমাণক জেলা সমবায় কার্যালয়, ঝিনাইদহ এবং এ দপ্তরের এপিএ ফোকাল পয়েন্টর নিকট অনুলিপি প্রেরণ করবেন;
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস