উপজেলা সমবায় দপ্তর মহেশপুর্ এর আওতায় মোট ৪৮ টি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে। এ সমবায় সমিতির অডিট কার্যক্রম নিয়মিত সমবায় দপ্তর হতে পরিচালিত হচ্ছে। এ দপ্তরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি অগ্রাধীকারমূলক প্রকল্পের (মুক্তাঙ্গন আশ্রয়ন প্রকল্প ফেইজ-২) ঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ প্রকল্পের আওতায় মোট ১২০ টি ভূমিহীন পরিবারকে প্রকল্পে আশ্রয় দিয়ে তাদেন ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ৮,৪০,০০০/- টাকা ঋণ তহবিল প্রদান করা হয়েছে। বিনা সুদের এ ঋণ নিয়ে প্রকল্পের উপকারভোগী সদস্যরা স্বাবলম্বী হচ্ছে। এ পর্যন্ত মোট ১৭৪ জন পুরুষ এবং ৮৬ জন মহিলা সর্বমোট ২৬০ জন উপকারভোগী সদস্যের মধ্যে ২৭,৬৭,০০০/- টাকা (মূল তহবিল সহ) ঘুর্ণায়মান ঋণ প্রদান করা হয়েছে। এ প্রকল্পের ঋণ আদায়ের হার ৮১.৭৬%। অত্র উপজেলায় মোট ২৭ টি মৎস্যজীবী সমবায় সমিতি রয়েছে। ১৪ টি মৎস্যজীবী সমবায় সমিতির অনুকূলে ১৬ টি সরকারী বীল/বাওড় ইজারা প্রদান করা হয়েছে। মহেশপুর উপজেলার ৯০ ভাগ মাছের চাহিদা এ সব মৎস্যজীবী সমবায় সমিতির মাধ্যমে যোগান দেওয়া হয়। ২০ টি সমবায় সমিতি তাদের নিজস্ব তহবিলের অর্থ দ্বারা সদস্যদের মধ্যে ঋণ কার্যক্রম করে থাকে। এ সকল সমিতির প্রায় ১০০০ জন সদস্য সমিতির ঋণ সহায়তার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস