Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
The Election-2017 of UCCA Moheshpur
Details
 

   ০১। বিগত ২৭/০৯/২০১৭ খ্রিঃ তারিখ বুধবার বিআরডিবি ভূ্ক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএলিঃ), মহেশপুর, ঝিনাইদহ এর নির্বাচন-১৭ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইউপি চেয়ারম্যানগণ এবং উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিটির সভাপতি ছিলেন উপজেলা সমবায় অফিসার (ইউসিও) মোঃ ফরিদুল ইসলাম। নব নির্বাচিত কমিটির সদস্যদের তালিকা নিম্নরুপঃ

ক্র.

নং

প্রার্থীর নাম

প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীর সমিতির নাম

পদের নাম

০১

মীর সুলতানুজ্জামান (লিটন)

জলিলপুর কৃষক সমবায় সমিতি লিঃ

সভাপতি

০২

মোঃ বজলুর রহমান

হুদা আন্দারকোটা কৃষক সমবায় সমিতি লিঃ

সহ সভাপতি

০৩

মোঃ জাহাঙ্গীর আলম

নীমতলা কৃষক সমবায় সমিতি লিঃ

সদস্য

০৪

মোঃ সাইদুর রহমান

করিঞ্চা কৃষক সমবায় সমিতি লিঃ

সদস্য

০৫

মোঃ শফিকুল ইসলাম

চান্দামারী কৃষক সমবায় সমিতি লিঃ

সদস্য

০৬

মোঃ আব্দুল হাই

কানাইডাঙ্গা কৃষক সমবায় সমিতি লিঃ

সদস্য

০৭

মোঃ মকবুল হোসেন

হুদো কৃষক সমবায় সমিতি লিঃ

সদস্য

০৮

মোঃ ইসরাইল হোসেন

জোকা কৃষক সমবায় সমিতি লিঃ

সদস্য

  ছবিঃ নির্বাচন সংক্রান্ত ছবি গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে।                                            

                                                    

 

                                                                                                       

Images
Attachments
Publish Date
24/08/2017